চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১৮শ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ৮টা দিকে লোহাগাড়া থানার এসআই মো. সামছৌদ্দাহ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তি হলেন, মো. আলমগীর হোসেন (৩৫)। তার বাড়ি সীতাকুণ্ডের কুমিরার জোড়া আমতল এলাকায়। তিনি ওই এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকের হোসাইন মাহমুদ বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গোপন তথ্যে এ অভিযান চালানো হয়। বৃহস্পতিবার সকালে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।