বিষপানে কিশোরীর মৃত্যু

চট্টগ্রামের বন্দর থানার কলসী দিঘীর পাড় এলাকায় বিষপানে মনি আক্তার (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুন) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত কিশোরী বন্দর থানার ৩৮ নম্বর ওয়ার্ডের কলসি দিঘীর পাড়ে এলাকার মহসীন কলোনীর আরজু মিয়ার মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া বলেন, আহতাবস্থায় বিকাল পৌনে ৪টায় মনি আক্তার নামে ওই কিশোরীকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষপানে তার মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.