চট্টগ্রামের বন্দর থানার কলসী দিঘীর পাড় এলাকায় বিষপানে মনি আক্তার (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরী বন্দর থানার ৩৮ নম্বর ওয়ার্ডের কলসি দিঘীর পাড়ে এলাকার মহসীন কলোনীর আরজু মিয়ার মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া বলেন, আহতাবস্থায় বিকাল পৌনে ৪টায় মনি আক্তার নামে ওই কিশোরীকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষপানে তার মৃত্যু হয়েছে।