আবারও অভিনয়ে টেইলর সুইফট

সংগীতশিল্পী টেইলর সুইফটের ভক্তদের জন্য সুখবর। ডেভিড ও রাসেলের নতুন সিনেমায় নাম লিখিয়ে আবারও বড় পর্দায় ফিরে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী।

তার সঙ্গে সিনেমাটিতে আরও রয়েছেন মার্গট রবি, ক্রিশ্চান বেল, জন ডেভিড, রামি মালেক, জো সালডানা, আনিয়া টেলর-জয়, ক্রিস রক, মাইক মাইয়ার্স, রবার্ট ডি নিরো, মাইকেল শ্যানন এবং টিমোথি অলিফ্যান্টের মতো তারকারা।

আসন্ন এই সিনেমাটি প্রযোজনা করছেন নিউ রেজেন্সি।

চলচ্চিত্রটির শিরোনাম, পাশাপাশি প্লটের বিবরণগুলি থেকে শুরু করে সবই গোপন রাখা হয়েছে আপাতত। ডিজনির সঙ্গে কথা পাকাপোক্ত করেই সিনেমাটির মুক্তির তারিখ জানাতে চান পরিচালক। তবে অনেক গোপনীয়তার মধ্যেও জানা গেল সিনেমাটিতে চমক নিয়ে হাজির হবেন টেইলর সুইফট।

করোনার চলমান মন্দ সময়টা খারাপ কাটছে না টেইলরের। নতুন অ্যালবাম থেকে শুরু করে সব মিলিয়ে বেশ সফল একটি বছর কাটিয়েছেন তিনি। প্রসঙ্গত, এর আগে ২০১০ সালের রোমান্টিক কমেডি ‘ভ্যালেন্টাইনস ডে’র মাধ্যমে সুইফট তার চলচ্চিত্রে অভিষেক ঘটিয়েছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.