সাতকানিয়ায় ‘চরতী উন্মুক্ত পাঠাগার’ এর দ্বি-বার্ষিক পরিচালনা পরিষদ ঘোষণা

সংবাদ বিজ্ঞপ্তি:

“মানবিকতা ও জ্ঞানের চর্চা ছড়িয়ে দিব শিরা-উপশিরায়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রতিষ্ঠিত হয় চরতী উন্মুক্ত পাঠাগার। গত ১ লা জুন ২০২১ইং এই পাঠাগারের আজীবন উপদেষ্টা পরিচালনা পরিষদ ২০২১-২০২২ ইং এবং উক্ত পরিষদের উপদেষ্টাদের নাম ঘোষণা করা হয়।বীর মুক্তিযোদ্ধা মাষ্টার আবদুল মাবুদকে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ আলী চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম,ডাঃ নজির আহমেদ তালুকদার,ডাঃ দিলীপ চৌধুরী,এএফএম আখতারুজ্জামান কায়সার ও চেয়ারম্যান, ১ নং চরতী ইউনিয়ন পরিষদসহ ৬ জন নির্বাহী উপদেষ্টা এবং উদ্যোক্তা শহীদুল ইসলাম শহীদের সমন্বয়ে আজীবন উপদেষ্টা ঘোষণা করা হয়। জায়েদ তালুকদারকে সভাপতি এবং শাহেদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২০২১-২০২২ ইং এর পরিচালনা পরিষদ ঘোষণা করা হয়। এই পরিষদে ৩ জন সহ-সভাপতি,১ জন যুগ্ন- সাধারণ সম্পাদক,১ জন সাংগঠনিক সম্পাদক,১০ জন সম্পাদক, ১৭ জন কার্যকরী সদস্য আছেন।এই পরিচালনা পরিষদের উপদেষ্টা হিসেবে আছেন দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত অত্র এলাকার ৩০ জন সফল ব্যক্তিত্ব।

উল্লেখ্য, গত ৬ই ফেব্রুয়ারি এই পাঠাগারের শুভ উদ্ভোধন হয়। আলোর ঘর হিসেবে পরিচিত এই পাঠাগারের সার্বিক সফলতা এবং এগিয়ে যাওয়ার জন্য পরিচালনা পরিষদ সবার কাছে দোয়া চেয়েছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.