নগরের উত্তর ফতেয়াবাদ ধোপার দিঘি এলাকায় ট্রাক চাপায় শুভ দাশ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (৬ জুন) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সে ধোপার দিঘি এলাকায় মা-বাবার সঙ্গে নারায়ণ ভবনে ভাড়ায় থাকতো এবং গাড়ির টায়ারের দোকানে কাজ করতো।
দুই ভাই ও এক বোনের মধ্যে শুভ সবার ছোট। সে উষ্ণপদ দাশের পুত্র। গ্রামের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলায়।
জানা গেছে, রাস্তার একপাশ দিয়ে যাওয়ার সময় উল্টো পথে আসা দ্রুতগামী ট্রাক (চট্টমেট্রো ট-১১-১২৭৯) শুভকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে ট্রাকটিকে ধাওয়া দেয়। কয়েক কিলোমিটার দূরে ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়।
হাটহাজারী থানার ওসি রফিকুল আলম জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।