হাজীগঞ্জে বিশেষ অভিযানে ৩ জুয়াড়িসহ আটক ৬

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জে বিশেষ অবিযানে ৩ জুয়াড়িসহ ৬ জনকে আটক করেছে থানা পুলিশ ।
০৬ জুন (রবিবার) হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদের নেতৃত্বে ভিন্ন ভিন্ন অভিযনে অংশ গ্রহন করেন এসআই মো.জয়নাল আবেদীন(১), এসআই মো.আবদুল আলিম, এসআই মো.ইউনুছ, এএসআই মো.মুকবুল হোসেনসহ সঙ্গীয় ফোর্স ।আসামীরা হলেন-উত্তরা পশ্চিম-৭(১০)১৬,৪৭(১২)১৭ এর জিআর গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী দক্ষিণ কাশিমপুর, গিয়াস উদ্দিন বাচ্চু চেয়ারম্যানের বাড়ী, আবদুল কুদ্দুসের ছেলে মাসুদ রানা ওরফে মনা, নারী শিশু মামলা নং-১১৬/১৬ সিআর গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী- টোরাগড়, মেইল গেইট ওয়াল বাড়ীর মোঃ তাহেরে ছেলে মোঃ সজল মুন্সী, জিআর- ৩৮৬/১৯ এর গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী-সোনাইমুড়ী গ্রামের মোঃ ফয়েজ আহাম্মদের ছেলে মোঃ জুয়েল, ১০১/২০২১, তাং-০৭/০৬/২০২১ইং ধারা-জুয়া আইনের ৩ মূলে কাশিমপুর গ্রামের ঠাকুর বাড়ী, মৃত জুনাব আলীর ছেলে মোঃ দুলাল হোসেন(৪৫), মুন্সি বাড়ীর শফিকুর রহমানের ছেলে মোঃ মামুন(৩৭),বক্স আলী রাউদ বাড়ীর মৃত সাহাব উদ্দিনের ছেলে মোঃ আল এমরান(৩২)।
অফিসার ইনসার্জ হারুনুর রশিদ জানান – বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও জুয়া খেলার অপরাধে মোট ৬ জনকে বিশেষ অবিযানের মাধ্যমে আটক করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে ।এ ধরনে অভিযান অব্যাহত থাকবে ।

মন্তব্য করুন

Your email address will not be published.