আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় গাছের ডাল কাটতে উঠে গুরুতর আহত হয়ে তিনদিন চিকিৎসা শেষে খোরশেদ আলম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার সে মারা যায়। খোরশেদ উপজেলার হাইলধর ইউনিয়নের গুজরা গ্রামের মাতাব্বর বাড়ীর আলী হোসেনের ছেলে।
প্রতিবেশী দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংস্কৃতিক উপ সম্পাদক মোহাম্মদ পারভেজ জানান, খুবই শান্ত একটি ছেলে সে। বাড়ির পাশের তার পিতার ব্যবসার কাজে সহযোগিতা করত। গত মঙ্গলবার সকালে গাছে ডাল কাটার সময় অসাবধানতা বশত পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হয়। আহত অবস্থায় উদ্ধার করে উপজেলার একটি হাসপাতালে চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। তিনদিন চিকিৎসা শেষে আজ শুক্রবার বেলা এগারোটায় সে মারা যায়। বাদে এশা নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়েছে। তার পরিবারে ৪ ভাই ১ বোনের মধ্যে খোরশেদ তৃতীয়।