সামান্য বৃষ্টিতেই পৌর শহরজুড়ে জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরমে

চকরিয়া প্রতিনিধি

সামান্য একদিনের টানা বৃষ্টিতে প্রথম শ্রেণীর চকরিয়া পৌরসভা পানিতে তলিয়ে গেছে। শহরের সড়ক ও অলিগলি প্লাবিত হওয়ায় ব্যাপক দুর্ভোগে পড়েছে পৌরবাসী। রবিবার সন্ধ্যা থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়। রাত থেকেই সোমবার বিকেল পর্যন্ত থেমে থেমে মুসলধারে বৃষ্টিতে পৌরসভার অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কিছু এলাকায় সড়কের আশপাশের মাটি সরে গেছে।

স্থানীয়রা অভিযোগ করেন, অপরিকল্পিত নালা নিমার্ণ করার ফলে নালাগুলো দিয়ে পানি চলাচল করতে পারছে না। মূলত ময়লা-আবর্জনায় পরিপূর্ণ হয়ে বৃষ্টির পানি আটকে আছে বলে অভিযোগ পৌরবাসীর। নিয়মিত ময়লা পরিষ্কার না করার ফলে এতে পৌরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। পৌরসভার অধিকাংশ নালার কাজ অসম্পূর্ণ রেখে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। যেগুলো শেষ হয়েছে সেগুলো ময়লা-আবর্জনায় পরিপূর্ণ হয়ে গেছে । অনেক জায়গায় সামান্যটুকু নালা-ড্রেন করে বাকি টুকু এমনিতেই ফেলে রেখেছে পৌরসভা কর্তৃপক্ষ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, টানা বর্ষণে বৃষ্টির পানিতে চকরিয়া পৌরশহরের থানা রাস্তার মাথা, হাসপাতাল রোড, নিউ মার্কেট, সিটি সেন্টার, বিদ্যাপীঠ রোড, পালাকাটা,বাস টার্মিনাল, পালাকাটা, মগবাজার, উকিলপাড়াসহ পৌরশহরের বড় অংশজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোনো কোনো স্থানে কোমর সমান পানিতে হাঁটাচলা দায় হয়ে পড়েছে।

পৌরসভার চিরিঙ্গা থেকে পালাকাটায় সড়কের ওপর পানি জমে গেছে। এছাড়া জনতা মার্কেট এলাকায় সড়ক দিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কিছু কিছু স্থানে অতিরিক্ত বৃষ্টির পানিতে সড়কের পাশে মাটি সরে গেছে। শহরের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোডে পানিতে ভাসছে ফামের্সীগুলো। অনেক দোকানে পানি ঢুকে পড়েছে।

চকরিয়া পৌরসভার সচিব মাস-উদ মোরশেদ বলেন, আজ সারাদিন কাজ চলেছে। থানার রাস্তা মাথা, বাস টার্মিনাল, নিউ মার্কেটসহ বেশ কয়েক জায়গা পানি নিষ্কাশনের জন্য পৌরসভার লোকজন কাজ করেছে। আগামীকালের মধ্যে যে সব স্থানে পানি জমে আছে তা নেমে যাবে বলে আশা করছি।

মন্তব্য করুন

Your email address will not be published.