মাদকের গাড়ি ধরতে রাস্তায় পুলিশ, পিষে মারল এএসআইকে

নগরের চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা মেহেরাজ ঘাটা এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় পুলিশের উপসহকারী পরিদর্শক (এএসআই) কাজী মো. সালাউদ্দিন (৩৮) নিহত হয়েছেন।

শুক্রবার (১১ জুন) ভোর পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এসময় আহত হন পুলিশের গাড়িচালক কনস্টেবল মো. মাসুম।
কাজী মো. সালাউদ্দিন চান্দগাঁও থানায় কর্মরত ছিলেন। তিনি লক্ষীপুর জেলার সদর থানার দক্ষিণ জয়পুর হাজিপাড়ার নাদেরুজ্জামানের ছেলে।

চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. আমির হোসেন বাংলানিউজকে বলেন, মেহেরাজ ঘাটা এলাকায় দায়িত্বরত অবস্থায় দ্রুতগতির মাইক্রোবাসের (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-চ-১৫-৩৬৬৫) ধাক্কায় ঘটনাস্থলে কাজী মো. সালাউদ্দিনের মৃত্যু হয়। পরে পুলিশ ধাওয়া করে চান্দগাঁও বোর্ড স্কুলসংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মাইক্রোবাসটি জব্দ করে। সেটিতে ৭৩০ লিটার চোলাই মদ পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, ২ জন পুলিশ সদস্যকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে কাজী মো.সালাউদ্দিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত কনস্টেবল মাসুম বর্তমানে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

মন্তব্য করুন

Your email address will not be published.