রানীশংকৈলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন

 

ঠাকুরগাওঁ প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে শনিবার (১২জুন) সকাল ১১ টায় হ্যালিপেড শেখ রাসেল মিনি স্টোডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খেলার উদ্ধোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে ফুটবল খেলার টুর্নামেন্ট উদ্ভোধন করেন উপজেলা চেয়ারম‍্যান শাহরিয়ার আজম মুন্না।
ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধনী দিনে সহকারী ভূমি কমিশনার (বর্তমানে ভারপ্রাপ্ত ইউএনও) প্রীতম সাহা’র সভাপতিত্বে গেষ্ট অবঅনার হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ অধ‍্যাপক ইয়াশিন আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ‍্যক্ষ তাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম‍্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম‍্যান শেফালি বেগম, পৌর আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার ,বীরমুক্তিযোদ্ধা হবিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি ফারুক আহাম্মদ সরকার প্রমূখ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে প্রতিটি ইউনিয়ন থেকে চেয়ারম্যানদের পক্ষে অনুর্ধ্ব১৭ বছর বয়সী বালকদের একটি করে দল এই টুর্নামেন্টে অংশ গ্রহন করবেন।
অপরদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুলবল টুর্নামেন্টে এবারে বালিকা অনুর্ধ্ব১৭ একই মাঠে খেলায় অংশ গ‍্রহন করবেন।

টুর্নামেন্টে সবগুলো খেলা পরিচালনা করবেন বাফুফের প্রশিক্ষণ প্রাপ্ত রেফারিদ্বয়।

মন্তব্য করুন

Your email address will not be published.