আগামীকাল বুধবার (১৬ জুন) একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে বক্তব্য উপস্থাপন করবেন সাতকানিয়া-লোহাগাড়ার আসনের সংসদ সদস্য বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার প্রফেসর ড.আল্লামা আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। সংসদ টেলিভিশন ও বাংলাদেশ টেলিভিশনে একযোগে এ অধিবেশন প্রচারিত হবে।