ঠাকুরগাঁওয়ে আষাঢ়ের প্রথম দিনেই মুষলধারে বৃষ্টি

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে আষাঢ়ের প্রথম দিনে মঙ্গলবার (১৫ জুন) সকালে প্রকৃতি জানান দিলো এখন বর্ষাকাল। ঝিরঝির মেঘগুলো এদিক-সেদিক ছোটাছুটি করছে। একপর্যায়েও নেমে এলো মুষলধারে বৃষ্টি। সকাল সাড়ে ৬টা থেকে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে রয়েছে মেঘেদের গর্জন। এমন বৃষ্টি হওয়ার কারণে ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলগামী মানুষ।

ঋতুচক্রে আষাঢ়-শ্রাবণ এই দু’মাস মিলিয়ে বর্ষাকাল। বছরের প্রায় ৮০ শতাংশ বৃষ্টিই হয় বর্ষায়। তবে আবহাওয়ার পরিবর্তনের কারণে প্রকৃতির সে রূপ এখন আর তেমন একটা দেখা যায় না।

সোমবার (১৪ জুন) রাতে দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঠাকুরগাঁওয়ের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

মন্তব্য করুন

Your email address will not be published.