কর্ণফুলী প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের কর্ণফুলীতে পরিচ্ছন্ন উপজেলা গড়তে সচেতনতা মূলক কর্মসূচি নিয়ে ঝাঁড়ু হাতে নিয়ে মাঠে নেমেছেন উপজেলা নির্বাহী অফিসার শাহিনা সুলতানা। শনিবার (৩০ জানুয়ারী) সকালে মইজ্জ্যেরটেক আখতারুজ্জামান চৌধুরী বাবু চত্বরে এটির উদ্বোধন করেন তিনি।
এই সময় আখতারুজ্জামান চত্বর ও সড়কের দু’পাশে লাগানো ব্যানার, পোস্টার উচ্ছেদ করা হয় পাশাপাশি সড়কে জমে থাকা যাবতীয় ময়লা আবর্জনা সরানো হয়। এই সময় সাধারণ মানুষ প্রশাসনের এ পরিচ্ছন্নতা অভিযান প্রত্যক্ষ করেন।
নির্বাহী অফিসার শাহিনা সুলতানা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পরিচ্ছন্ন উপজেলা গড়তে সচেতনতা মূলক এ কর্মসূচি। আমরা নিজেরা স্ব-উদ্যোগে আমাদের চারপাশে ছড়িয়ে থাকা সামান্য ময়লা-আবর্জনাও যদি পরিস্কার করি তাহলে আমাদের এ উপজেলা অনেক পরিচ্ছন্ন থাকবে। এ ধরনের অভিযান সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করবে বলে আশা করি।