অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম দক্ষিণ জেলা জোনের প্রেসিডেন্ট নির্বাচিত

 

 

সৈয়দ আক্কাস উদদীন 

বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম দক্ষিণ জেলা জোনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন বাংলাদেশ শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের উপদেষ্টা, স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগের সদস্য সচিব ছাড়াও দেশের শীর্ষস্থানীয় এনজিও সংস্থা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এছাড়া তিনি ইংলিশ মিডিয়ামের চিটাগাং ইন্টারন্যাশনাল স্কুল, উই কেয়ার অটিজম স্কুল, এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসাসহ বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও দাতব্য প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.