চট্টগ্রামের ইপিজেড থানাধীন স্টিলমিল বাজার এলাকায় বাসের চাপায় শিশুসহ ৩ জন নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ জুন) দুপুর ১২টায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আরফা বেগম (৪৫), তার ভাতিজি আয়শা আকতার মিম (৮) ও পথচারী রেজাউল করিম (২৪)। স্থানীয় জনতার সহায়তায় পুলিশ বাসচালককে আটক করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার পরিদর্শক রিয়াজ উদ্দিন চৌধুরী।
তিনি জানান, স্টিলমিল বাজার এলাকা থেকে বাসটি ইপিজেডের দিকে আসার সময় রিকশা চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এই ঘটনায় বাস ও চালককে আটক করা হয়েছে।