বাঁশখালীর জঙ্গল নাপোড়ায় পাহাড় কাঁটতে গিয়ে মাটি চাঁপায় ৪ শ্রমিক আহত

বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছুড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নাপোড়া ডেইল্লা ঘোনা পাহাড়ী এলাকায় মাটি কাটতে গিয়ে পাহাড় চাঁপা পড়ে ৪ শ্রমিক আহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৮জুন) সকালে সংঘটিত দূর্ঘটনায় ৪ শ্রমিক আহতদের মধ্যে ট্রাক ড্রাইভার মো.মুহিবুল্লাহ (৪০) ও হেলপার মো. কালু (৩৫) কে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে তার হদিস মেলেনি। এ রির্পোট লেখা রাত ৮ টা পযর্ন্ত অন্য আহত ২ শ্রমিকের বিষয়ে কোন ধরনের তথ্য দিতে পারেনি স্থানীয়রা। স্থানীয় ইউপি সদস্য মো. শের আলী বলেন,পাহাড় কাঁটার ঘটনাটি শুনেছি। তবে কে আহত হল আমি জানিনা। স্থানীয় নজরুল ও ইসমাইলসহ কতিপয় যুবক পাহাড় থেকে মাটি কাঁটার সাথে জড়িত বলে তিনি জানান। এ দিকে জঙ্গল নাপোড়া এলাকার বিভিন্ন পাহাড় থেকে প্রতিনিয়ত মাটি কেটে বিক্রি করে আসছে স্থানীয় পাহাড় খেকো একটি প্রভাবশালী সিন্ডিকেট। তারা র্দীঘদিন যাবৎ পাহাড় কেটে ট্রাকে করে মাটি বিক্রি করার কারণে ওই পাহাড়ী এলাকায় দেখা দিয়েছে ধ¦স। যে কোন মুর্হুতে ঘটতে পারে পাহাড় ধ্বসের মত মারাত্বক দূর্ঘটনা । সরেজমিনে স্থানীয়দের সাথে বলে জানা যায় , ওই এলাকায় যাতায়ত ব্যবস্থা খারাপ হওয়ায় পাহাড় খেকো সিন্ডিকেটটি সাধারন মানুষ ও আইনের তোয়াক্কা করে না । এর পূর্বে উপজেলা প্রসাশন ও পরিবেশ অধিদপ্তর থেকে পাহাড় খেকো সিন্ডিকেটটির বিরুদ্ধে একাধিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা ও আদায় করা হয়। তাতে ও থেমে নেই ওই পাহাড় খেকো সিন্ডিকেটটি। তারা দিনের পর দিন পাহাড় কেটে সাবাড় করে ফেলছে। পাহাড় খেকোদের এহেন র্কমকান্ডে কেউ বাধা প্রদান করলে হেনেস্তার শিকার হতে হয় স্থানীয়দের। পাহাড় খেকোদের মদদে রয়েছে স্থানীয় প্রভাবশালী মহল। তাদের ভয়ে এলাকাবাসী মুখ খুলতে নারাজ। তাবে এই সিন্ডিকেটের দৌরাত্ম ও সরকারী পাহাড় রক্ষার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু-হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

মন্তব্য করুন

Your email address will not be published.