লোহাগাড়ায় ডাকাতির ঘটনায় যুবক আটক

সাম্প্রতিক সময়ে লোহাগাড়ার কলাউজানে ঘটে যাওয়া ডাকাতির ঘটনায় জড়িত থাকায় আরো এক যুবককে আটক করেছে থানা পুলিশ। ২৯শে জুন বিকেলে লোহাগাড়া থানার এসআই পার্থসারথি হাওলাদের নেতৃত্বে পুলিশের একটি টিম মহেশখালীর পানিছড়া নামের এলাকা হতে তাঁকে আটক করে। আটক যুবকের নাম শফি আলম(৩৮)। সে কক্সবাজার জেলার মহেশখালীর পানিছড়া এলাকার মৃত সরু মিয়ার পুত্র। লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, গত ২০ জুন দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কলাউজানে ফতেহ আলী সিকদার পাড়ার মাওলানা আবুল কাসেমের বসত ঘরে ডাকাতি হয়েছিল। এসআই পার্থসারথির নেতৃত্বে পুলিশের একটি টিম এ ঘটনায় জড়িত অপর আসামী সফি আলমকে মহেশখালী পানিছড়া এলাকা থেকে আটক করে লোহাগাড়া থানা হেফাজতে নিয়ে আসে। আটককৃত শফি আলম ডাকাতি ঘটনার সাথে জড়িত ছিল বলে ১৬৪ ধারা জবানবন্দিতে স্বীকার করছে। তার বিরুদ্ধে থানায় ডাকাতি আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সৌপর্দ করা হয়েছে বলেও তিনি জানান। উল্লেখ্য, গত ২১জুন সকালে লোহাগাড়ার একটি টিম চকরিয়ার বরইতলী এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরী ৪টি অস্ত্র,১৩রাউন্ড কার্তুজ, ৩টি মোবাইল সেট, নগদ টাকা ডাকাতিকালে প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ ডাকাত নুরুল হাসেম প্রকাশ কাসেম(৩০) আটকের পর আদালতে সৌপর্দ করে থানা পুলিশ।

মন্তব্য করুন

Your email address will not be published.