আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলীর নুর পাড়া জামালের বাড়িতে গত মঙ্গলবার রাত ১০ টায় র্যাবের অভিযানে ২ টি দেশীয় অস্ত্র, ৪ টি ছোরা, ৮৫ লিটার চোলাইমদসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের অস্ত্র ও মাদক আইনে পৃথক ২ টি মামলা দিয়ে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে। আনোয়ারা থানা ও র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদে খবর পেয়ে র্যাব-৭ এর বিশেষ টিম মঙ্গলবার রাত ১০ টায় উপজেলার বটতলী ইউনিয়নের নুরপাড়ার বাসিন্দা জামালের বাড়ীতে অভিযান পরিচালনা করেন। এসময় ঘরে তল্লাশি চালিয়ে ২ টি দেশীয় তৈরী এলজি, ৪ টি বিভিন্ন সাইজের ছোরা, ৮৫ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা কালে র্যাবের উপস্থিতি টের পেয়ে জামাল ওরফে ডাকাত জামাল পালিয়ে যেতে সক্ষম হলেও জামালের স্ত্রী তাজমহল বেগম (৩৩), জুইঁদন্ডি ইউনিয়নের মৃত ছিদ্দিক আহমদের পুত্র আবদুল হালিম (৫০) বারখাইন ইউনিয়নের আবদুল জলিলের পুত্র আবুল কাশেম (৪৫) ও বটতলী গুচ্ছ গ্রামের বাসিন্দা আলী আহমদের পুত্র মো. ইসমাইল (৪০) কে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আনোয়ারা থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক ২ টি মামলা হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, চট্টগ্রাম র্যাব ৭ এর একটি টিম অভিযানে ২ টি দেশীয় অস্ত্র, ৪ টি ছোরা, ৮৫ লিটার চোলাইমদসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের অস্ত্র ও মাদক আইনে পৃথক ২ টি মামলা দিয়ে বুধবার আদালতে পাঠানো হয়েছে।