সাতদিনের লকডাউনে দ্বিতীয় দিনও বোয়ালখালীতে ফাঁকা

বোয়ালখালী প্রতিনিধি 

করোনা সংক্রমণরোধে দেওয়া লকডাউনের দ্বিতীয় দিন মাঠে তৎপর রয়েছেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) । সকাল থেকে বোয়ালখালীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার।

প্রথম দিনের মত আজও মাঠে রয়েছে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী। তারা বোয়ালখালীর বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছেন এবং গাড়ি দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করছেন। তবে চলমান লকডাউন অমান্য করে কেউ কেউ ঘোরাঘুরি করতে দেখা গেলেও প্রশাসনের গাড়ি দেখে ছুটাছুটি করে পালিয়ে যেতে দেখা যায়।

বিধিনিষেধ অমান্য করে দোকান খোলা রাখায় শাকপুরা বাজারের গাউছিয়া স্যানিটারি দোকানকে ৫শ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা শেষে সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আকতার বলেন, সাতদিনের লকডাউনে সরকারী নির্দেশ অনুযায়ী দ্বিতীয় দিনের মত অভিযান চালিয়ে বোয়ালখালীতে দেখা গেছে প্রথম দিনের মত ভালোভাবে লোকজন বিধিনিষেধ মানছে। বিধিনিষেধ অমান্য করায় শাকপুরা বাজারের একটি দোকান জরিমানা করা হয়। তবে কিছুটা অসংগতি দেখা গেলেও তা দমানোর জন্য পুলিশ, আনসার বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও মাঠে রয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Your email address will not be published.