করোনা পরিস্থিতি পর্যালোচনায় চট্টগ্রামে চার সদস্যের টাস্কফোর্স

করোনা পরিস্থিতি পর্যবেক্ষণে চট্টগ্রামে চার সদস্যের ট্রাঙ্কফোর্স গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

গত ৬ জুলাই প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সবার সিদ্ধান্ত/নির্দেশনা মোতাবেক চট্টগ্রামে এ ট্রাঙ্কফোর্স গঠন করা হয়। ট্রাঙ্কফোর্সে অতিরিক্ত সচিব মো. শাহাদত হোসেনকে আহ্বায়ক ও চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শাহরিয়ার কবীরকে সদস্য সচিব করা হয়েছে।

অন্য সদস্যরা হলেন, স্বাস্থ্য প্রৌকশল অধিদপ্তরের তত্বাবধায়ক প্রৌকশলী ও গণপূর্ত বিভাগের তত্বাবধায়ক প্রৌকশলী।

বৃহস্পতিবার (৮ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপ সচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক আদেশে এসব টাস্কফোর্স গঠন করার কথা জানানো হয়।

কমিটির কার্যপরিধিতে বলা হয়, করোনা সংক্রমণের সংখ্যা বাড়ার সাথে সামঞ্জস্য রেখে হাসপাতালের শয্যা সংখ্যা সমন্বয় এবং চাহিদা মোতাবেক অক্সিজেনের সাপ্লাই চেইন অব্যাহত রাখা ও সার্বিক করোনা পরিস্থিতি মনিটরিং এবং সংযুক্ত ছক মোতাবেক সংশ্লিষ্ট বিভাগের প্রতিবেদন প্রতিদিন এ সংক্রান্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রেরণ করতে হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.