বাঁশখালীতে আশ্রয়ণ প্রকল্পে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বর্ষ উপলক্ষে পুনবার্সিত ৪০ ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে বাঁশখালী পুকুরিয়া আশ্রায়ন প্রকল্প-২ এলাকায় গাছের চারা বিতরন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে প্রতি পরিবারের মাঝে জলপাই, জামবুরা,খাজু বাগাম, কাট বাদাম, পেয়ারা সহ বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও বন বিভাগ এর বাস্তবায়নে আশ্রয়ন প্রকল্পে ৪০টি পরিবারে এ চারা বিতরন করা হয়। আশ্রয়ন প্রকল্পে বসবাসরতদের হাতে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা তুলে দেন। প্রতিটি পরিবারের হাতে ফলজ, বনজ ও ওষুধিসহ মোট চারটি করে চারা তুলে দেন ইউএনও বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাইদুজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভুমি)মো. মাজাহারুল ইসলাম চৌধুরী , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, জলদী অভরন্য রেইঞ্জকর্মকর্তা ও ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ, সাংবাদিক মুহা. মিজান বিন তাহের প্রমূখ। এ সময় তারা নব নির্মিত আশ্রয়ন প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং আশ্রয়ন প্রকল্পের বিভিন্ন স্থানে গাছের চারা রোপন করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.