কক্সবাজারে সাগরের ডেউয়ের আঘাতে ধসে পড়ল রেষ্ট হাউজ!

কক্সবাজার প্রতিনিধি: বৈরী আবহাওয়ার কারণে সাগরের ঢেউয়ের জোয়ারের আঘাতে কক্সবাজারের হিমছড়িতে ধসে পড়েছে জেলা পরিষদের রেস্ট হাউজ ‘মাধবী’। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। শনিবার (২৪ জুলাই) বেলা ১১ টার দিকে উত্তাল সাগরের ঢেউয়ের আঘাতে ‘মাধবী’ নামের রেস্ট হাউজ ভবনটি ধসে পড়ে। জেলা পরিষদ সূত্রে জানা যায়, ঝুঁকিপুর্ণ হওয়ায় বেশ কয়েক বছর আগে থেকে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। তবে সেখানে একটি পাবলিক টয়লেট ছিল। সে থেকে ভবনটি খুবই ঝুঁকিপুর্ণ হিসেবে ছিল। শনিবার বেলা ১১ টার দিকে হঠাৎ সাগরের ঢেউয়ের আঘাতে ভবনটি ধসে পড়ে। ধসে পড়া ভবনের অংশ বিশেষ আটকে আছে জিও ব্যাগে। বিষয়টি নিশ্চিত করে হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুল হক বলেন, ‘বর্ষার বৈরী আবহাওয়ায় সাগর উত্তালের কারণে জোয়ারের আঘাত ও আগে থেকে ভবনটি পরিত্যক্ত ছিল,এমতাবস্থায় ঢেউয়ের আঘাতে ধসে পড়েছে কক্সবাজার জেলা পরিষদের রেস্ট হাউজ ভবনটি।হতাহতের ঘটনা ঘটেনি।’

মন্তব্য করুন

Your email address will not be published.