কক্সবাজারে টলারে মিলল বস্তাভর্তি ১৪ লাখ ইয়াবা, আটক ২

 

কক্সবাজার প্রতিনিধি 

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে মাছ ধরার ট্রলার (ফিশিং বোট) থেকে সাত বস্তাভর্তি ১৪ লাখ ইয়াবা উদ্ধার করেছে কক্সবাজার জেলা পুলিশ। আজ কক্সবাজার সদরের চৌফলদন্ডী ব্রীজের কাছে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় দুই মাদক পাচারকারীকেও। আটককৃতরা হলেন কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়ার নজরুলের ছেলে মাদক কারবারী মোহাম্মদ ফারুক ও তার অন্যতম সহযোগী বাবু।

জানা যায়, পুলিশের অভিযানে জেলায় ইয়াবার বৃহৎ চালান আটকের ঘটনা এটি। কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান পিপিএম জানান, ‌‘মাদক পাচারের খবর পেয়ে ডিবি পুলিশকে সাথে নিয়ে এই অভিযান চালানো হয়। অভিযানে একটি ফিশিং ট্রলার থেকে ইয়াবা ভর্তি সাতটি বস্তা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ২৫ থেকে ৩০ কার্টন ইয়াবা পাওয়া গেছে। যেগুলোর পরিমাণ ১৪ লক্ষ পিস।’

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম জানান, ‘গত রাত (সোমবার) থেকে গোপন খবর পেয়ে ইয়াবা পাচারকারী চক্রটিকে আটকের জন্য অভিযানে নামে পুলিশ। চক্রের ২ সদস্য আটক হলেও বাকীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

মন্তব্য করুন

Your email address will not be published.