লামার ধুইল্যাপাড়া স্কুলে বাউন্ডারি ওয়াল ও ভবন নির্মাণে পার্বত্যমন্ত্রীর দৃষ্টি কামনা

লামা (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার
সরই ইউনিয়নের একমাত্র বেসরকারি প্রাথমিক বিদ্যালয় হচ্ছে ধুইল্যাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।

এই বিদ্যালয়টি ১৯৯৮ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত বেসরকারি ভাবে চারজন শিক্ষক সম্পূর্ণ বিনা বেতনে শতাধিক কোমলমতি ছেলে মেয়েদের মাঝে শিক্ষা বিতরণ করে আসছেন।

বিদ্যালয়টিতে দিন দিন শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় একটি নতুন ভবন নির্মাণ একান্ত প্রয়োজন।

বিগত ২০১৯-২০২০ সালের অর্থ বছরে বান্দরবান জেলা পরিষদের পক্ষ থেকে অর্ধেক বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হয়।

অবশিষ্ট বাউন্ডারি ওয়াল ও একটি নতুন ভবন নির্মাণে পার্বত্য বিষয়ক মন্ত্রী ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের সুদৃষ্টি কামনা করেছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও এলাকাবাসী।

মন্তব্য করুন

Your email address will not be published.