বর্ণিল আয়োজনে রাঙ্গুনিয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত করেছে। বুধবার (১৭ মার্চ) সকাল থেকে দিনব্যাপী এই উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি পালন করেছে।

রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন : রাঙ্গুনিয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বেলুন ও কবুতর উড়ানো, শোভাযাত্রা, কেক কাটা, আতশবাজি প্রদর্শণ, আলোচনা সভা, কুইজ,চিত্রাংকন, রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও সাংষ্কৃতিক অনুষ্ঠান। সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। বক্তব্য দেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান এডভোকেট আয়েশা আকতার, সহকারি কমিশনার (ভূমি) রাজিব চৌধুরী, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুব মিল্কী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের সম্পাদক মো. মো.আসলাম খাঁন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খায়রুল বশর মুন্সি, লালানগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন।

হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ : বিনামূল্যে ঔষধসহ ফ্রি চিকিৎসা ক্যাম্প এবং শরবত রূহ আফজাহ পরিবেশন করেছে হামদার্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ রাঙ্গুনিয়া শাখা। এদিন ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়েছেন দুই শতাধিক শিশু রোগী। পাশাপাশি চিকিৎসা নিয়েছেন গরীব দুস্থ নারী-পুরুষ রোগীরাও। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান ও কুষ্ঠু হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডা. দিদারুল আলম, সাংবাদিক মাসুদ নাসির, জগলুল হুদা, মানবাধিকার কর্মী এনামুল হক, মাওলানা মনির হোসেন, হামদর্দ’র শাখা ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, চিকিৎসক নাজমুল হাসান, প্রতিনিধি আমিনুল ইসলাম, আনোয়ারুল আজিজ, অফিস সহকারী মো. মিজানুর রহমান প্রমুখ।

রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগ : রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এদিন সকাল ১১ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। বাদে যোহর ইছাখালী মোহাম্মদপুর জামে মসজিদে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম আলকাদেরী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক রাসেল রাসু, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল ইসলাম রাসেল, সহ সভাপতি সোহেল নোমান, রাকিবুল হাসান বাবু, অর্থ সম্পাদক আসিফ করিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. রকি, মো. শোয়েব, চন্দ্রঘোনা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোহাম্মদ হোসেন, ছাত্রলীগ নেতা মো. বেলাল, মো. মনসুর, মো. মিনার, মো. সাবের, মো. খোরশেদ, মো. আরফাত, মো. বাবু, মো. ফয়সাল, ইমন মুন্না, মো. রবিন, জর্জ, তুষার, মো. ফয়সাল, মো. রাহাত, মো. রাফি, মো. শাকিল, মো. ইমরান, মো. কাউসার, মো. ইসকান্দর, মো. ইলিয়াস প্রমুখ।

রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগ : রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়। এই উপলক্ষে এদিন সকালে আলোচনা সভা ও কেক কেটে জন্মবার্ষিকী পালন করা হয়। উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমসহ পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

মন্তব্য করুন

Your email address will not be published.