সুদের টাকা না পেয়ে নারীকে গাছে বেঁধে নির্যাতন, আটক ১

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় সুদের টাকা পরিশোধ করতে না পারায় এক নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ অভিযান চালিয়ে জহির আলম (৫৫) নামের একজনকে আটক করেছে।

ভাইরাল হওয়া নির্যাতনের ভিডিও চিত্রটি মঙ্গলবার দুপুরে প্রত্যক্ষদর্শী কেউ একজন মোবাইলে ধারণ করেন। পরে বুধবার দুপুরে সেই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেন।

হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাহতাবুর রহমান জানান, ঘটনার মূলহোতাকে ধরতে বুধবার দুপুরে পুলিশ অভিযান চালাতে যান বাড়িতে। কিন্তু পুলিশের উপস্থিতির খবর পেয়ে ঘটনার মূলহোতা শওকত আলমকে পালিয়ে যেতে সহায়তা করায় তার বাবা জহির আলমকে আটক করে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন নির্যাতিতা নারী নূর আয়েশা।

নূর আয়েশা উপজেলার বরইতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাফালিয়া কাটাস্থ সবুজ পাড়ার দিনমজুর আলী হোসেনের স্ত্রী। অপরদিকে আটক জহির আলম এবং পলাতক শওকত আলমও একই এলাকার বাসিন্দা।

চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, এই অমানবিক ঘটনায় যারাই জড়িত রয়েছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। এরই মধ্যে পুলিশের তৎপরতা শুরু হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.