বাঁশখালীতে বিক্রয় কর্মী দুদু হত্যার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত কোহিনুর কেমিক্যাল কোম্পানি লি. এ কর্মরত মুহাম্মদ দুদু মিয়া সরকার (৩৮) নামে এক বিক্রয় প্রতিনিধি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছোটন (২৩) নামে এক আসামীকে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশ।

গত বুধবার (১১ জানুয়ারী) দুদু মিয়া হত্যার ঘটনায় তার স্ত্রী তাজমিন নাহার তমা বাদী হয়ে মামলা করেছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারী) দুপুর ১টার সময় তাকে বাঁশখালী প্রধানসড়কের মনছুরিয়া বাজারের সামান্য উত্তর পাশে সিএনজি অটোরিকশা থেকে গ্রেপ্তার করে বাঁশখালী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামী ছোটন (২৩) বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার লালীর বাপের পুরাতন বাড়ি, পুর্ব বড়ঘোনা লালীর বাপের নতুন বাড়ির ৭ নম্বর ওয়ার্ড এলাকার নেজাম উদ্দীনের পুত্র।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ কামাল উদ্দিন বলেন, গন্ডামারা থেকে সুকৌশলে সিএনজি চালিত আটোরিকশা করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এ ঘটনার সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে তিনি জানান।

উল্লেখ্য গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮ টার সময় উপজেলার গন্ডামারা বাজারের বিভিন্ন দোকান থেকে কোম্পানির টাকা সংগ্রহ করে চাম্বল বাজার নিজ বাসায় ফিরছিলেন তিনি। পথিমধ্যে আসার পথে ব্রিজে সন্ত্রাসীদের কবলে পড়েন তিনি। এসময় সন্ত্রাসীরা তার বুকে, পিঠে, পেটে, মাথায় ছুরি দ্বারা এলোপাথারি আঘাত করে। স্থানীয় লোকজন ও থানা পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্যকমপ্লেকের কর্তব্যরত চিকিৎসক দেখে তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.