বাঁশখালীতে আইনশৃঙ্খলার বারোটা বাজিয়ে ৩দিনে ২ খুন

চট্টগ্রামের বাঁশখালীতে কথা কাটাকাটির জেরে ধরে দায়ের কোপে কোরবান আলী (৩৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি উপজেলার শীলকূপ ইউনিয়নের পূর্ব শীলকূপ ৯ নং ওয়ার্ডের আদর্শগ্রাম এলাকার মৃত হাকিম আলীর পুত্র ।

এ সময় আরও ৪ জন আহত হন। তারা হলেন- একই এলাকার মৃত মুন্সি মিয়ার ছেলে আবু ছৈয়দ (৫১) এবং কবির আহমদের ছেলে মীর হোসেন (২৫) সহ বেশ কয়েকজন। এদের মধ্যে ২ জনের ই অবস্থা আশংকা জনক হওয়ায় তাদেরকে চমকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) সন্ধা সাড়ে ৭ টায় উপজেলার শীলকূপ আদর্শগ্রাম ৯ নম্বর ওয়ার্ডের (বাঁশখালী-ইকোপার্ক সড়কের আপু মিয়ার চা-দোকান সংলগ্ন) স্থানে এ ঘটনা ঘটে।

এ ঘটনার ঘাতক মাদকাসক্ত মো. জমিন উদ্দিন প্রকাশ কালু কে আটক করেছে বাঁশখালী থানা পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন,শীলকূপ ইউনিয়নের আদর্শগ্রাম এলাকায় মাদকাসক্ত মো. জমিন উদ্দিন প্রকাশ কালুর সঙ্গে কোরবান আলীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জমির উদ্দিন দা দিয়ে কুপিয়ে কোরবান আলীসহ আরও ৩ জনকে আহত করে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডাঃ সাবরিনা ইসলাম বলেন, সংঘর্ষে আহত তিনজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন ছিল।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন পিপিএম বলেন, শীলকূপ এলাকায় সংঘর্ষে নিহতের ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.