নিজস্ব প্রতিবেদক : লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম আজহার উদ্দিন (৪২)। ঠিকাদারের শ্রমিকদের টিনের ছাউনির বাসা মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে তিনি মারা যান। তিনি একই উপজেলার আধুনগর সর্দারনি পাড়ার সদা শেখের ছেলে।
২০ এপ্রিল, মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত আজহার উদ্দিনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসেন সহকর্মী মো. সাইফুল।
তিনি বলেন, আধুনগরে রেলওয়ের ব্রিজে পাইল ভাঙার কাজ করছিলাম আমরা। আমাদের কন্ট্রাক্টরের অধীনে শ্রমিকরা সাইটে টিনের ছাউনির বাসায় থাকি। সেই বাসা যাতে কালবৈশাখী ঝড়ে উড়ে না যায় সে জন্য রশি দিয়ে বেঁধে রাখছিলেন তিনি। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হলে তাকে চমেক হাসপাতালে নিয়ে আসি।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, লোহাগাড়া থেকে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর অবস্থায় একজন শ্রমিককে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।