অবৈধ করাতকল বন্ধ করে দিল রেঞ্জার মঞ্জুর মোর্শেদ 

লোহাগাড়ার পদুয়া

সৈয়দ আককাস উদদীন 
চট্টগ্রামের লোহাগাড়ায় অযাচিত ভাবে গড়ে ওঠা অবৈধ করাতকলের বন্ধে একেরপর এক অভিযানে নেমেছে বনবিভাগ।
বুধবার বিকালে উপজেলার পদুয়ার রেঞ্জার মঞ্জুর মোর্শেদ অবৈধ করাতকলের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করেন।
জানাযায়,বেশ কিছুদিন ধরে উপজেলার পদুয়াসহ ঠাকুরদীঘিস্থ বাজারের আশেপাশে অনুমোদনবিহীন করাতকল গড়ে ওঠে পরিবেশের বারটা বাজাচ্ছিল।ফলে উজাড় হচ্ছিল বন আর রাজস্ব হারাচ্ছিল সরকার।
বিষয়টি পদুয়া বন বিভাগের রেঞ্জের রেঞ্জার মঞ্জুর মোর্শেদের নজরে আসলে সহকারি বনসংরক্ষক দেলোয়ার হোসেনকে সাথে নিয়ে-পদুয়া  রেঞ্জের আওতাধীন মোট ৪টি করাতকল বন্ধ করে দেন, পাশাপাশি করাতকল গুলোতে রাখা অবৈধ কাঠও জব্দ করেন।
এবিষয়ে লোহাগাড়ার পদুয়া বন বিভাগের রেঞ্জার মঞ্জুর মোর্শেদ জানান,বনখেকোদের যোগসাজশে অযাচিত ভাবে গড়ে ওঠে এই অনুমোদনহীন করাতকলগুলো, তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও রয়েছে তাই ৪টি করাতকল আমরা শীলগালা করেছি কাঠও জব্দ করেছি।
তিনি আরো বলেন, আমি আসার পর থেকে পরিবেশ রক্ষার্থে যা যা করার দরকার এলাকার লোকজন সাথে নিয়ে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে সব করে যাচ্ছি।
এদিকে অবৈধ করাতকলের পাশের এক দোকানি নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেদককে বলেন, মঞ্জুর মোর্শেদ আসার পর থেকে কাঠকেখো এবং স’মিলের মালিকদের ঘুম হারাম হচ্ছে, কারণ তাদের অবৈধ ব্যবসায় প্রাচীর দিচ্ছেন নতুন এই রেঞ্জার।
মন্তব্য করুন

Your email address will not be published.