সৈয়দ আককাস উদদীন
চট্টগ্রাম: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল ২০২৫
পরীক্ষায় জিপিএ-৫ (এ+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। আজকের এইআয়োজনে লোহাগাড়া, সাতকানিয়া ও চন্দানাইশ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত চার শতাধিক মেধাবী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক ড. কাজী মোঃ বরকত আলী। প্রধানবক্তা হিসেবে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয়কার্যকরী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহায়মেন। তিনি বলেন, “আমরা শুধু ভালো রেজাল্ট নয়, চরিত্রবান ও আদর্শ নাগরিক তৈরিতে বিশ্বাস করি। ছাত্রশিবির সবসময় চেষ্টা করে ছাত্রসমাজকেদেশপ্রেম, ইসলামী মূল্যবোধ ও নৈতিকতাভিত্তিক শিক্ষা দিতে।”
ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণের সভাপতি ও কেন্দ্রীয়কার্যকরী পরিষদ সদস্য আসিফুল্লাহ মুহাম্মদ আরমানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি ডি.এম. আসহাব উদ্দিনের সঞ্চালনায় সংবর্ধনাঅনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাবেক আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মজলুমজননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী (সাবেক এম.পি.)।
বিশেষ অতিথি হিসেবে আরোও বক্তব্য রাখেন ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণের সাবেক সভাপতি ও জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণজেলার সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক। উপস্থিত ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণের সাবেক সভাপতি আইয়ুব আলী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের মেধা ও নৈতিকতা সমাজ
পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় কৃতি শিক্ষার্থীদের মাঝে পদক, সনদপত্রসহমূল্যবান বই উপহার প্রদান করা হয়।