সর্বজন শ্রদ্ধেয় ব্যবসায়ী ও দানবীর ফরিদুল আলমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
মনগড়া ভিত্তিহীন নিউজের বিরুদ্ধে ফরিদুল আলমের ব্যাখা-
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের সাতকানিয়া কেরানীহাটের বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর ফরিদুল আলমের বিরুদ্ধে একটি চক্র বিভিন্ন গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে সামাজিক ভাবে এবং ব্যবসায়ীক ভাবে হেয় করতে মরিয়া হয়ে ওঠেছে।
৪ঠা নভেম্বর (মঙ্গলবার) সকালে বিভিন্ন অপপ্রচারের বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া উপজেলার কেরানী হাটের প্রতিষ্ঠিত সজ্জন ব্যবসায়ী ফরিদুল আলম বলেন,একটি মহল আমার সামাজিক দৃঢ় অবস্থান ও ব্যবসায়ীক অবস্থানে ঈর্ষান্বিত হয়ে এই অপপ্রচার গুলো চালিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন সাতকানিয়ার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার সকল দলমতের মানুষের সাথে আমার সম্পর্ক এবং যখন যে দল ক্ষমতায় আসে ওই দলের জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে সম্পর্ক থাকাটা স্বাভাবিক।
তাই বলে একটি মহল আমাকে পতিত সরকারের দোসর আখ্যা দিতে পারেননা।
এটা স্পষ্ট যে আমার বিরুদ্ধে এটি একটি সম্পূর্ন অপপ্রচার।
ক্যাম্পে যদি কেউ কারো বিরুদ্ধে অভিযোগ দেয়, ওখানে যদি ওই অভিযোগের স্বার্থে আমাকে ডাকা হয় তখন আমি তো যেতেই পারি।
মূলত সম্পূর্ন বিষয়টি উদ্দেশ্যমূলক ও হেয় প্রতিপন্ন করার কু-মানসে ওই সংবাদটি পরিবেশন করে ছড়িয়ে দেয়া হচ্ছে।
ওখানে ওই সংবাদে পরিকল্পিত ভাবে লেখা হয়েছে যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনকে আমি ২০লাখ টাকা দিয়েছি ছাত্র আন্দোলনে হামলা করার জন্য।
সাতকানিয়ার কোন সচেতন মানুষ এই কথাটি কি কেউ বিশ্বাস করবে?
আর আমি কি কোন রাজনৈতিক ব্যক্তি?আমি কি বাংলাদেশে প্রচলিত কিংবা নিষিদ্ধ কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত?
আমার সাথে সাতকানিয়ার আপামর জনসাধারণের সাথে একটি হৃদ সম্পর্ক বিদ্যমান।
তিনি আরো বলেন, সাতকানিয়ার সকল রাজনৈতিক ব্যক্তি এবং সাধারণ মানুষকে অনুরোধ করবো আপনারাই আমার একমাত্র বিচারক।
আমি কি সাতকানিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি পদে ছিলাম নাকি আছি সেটার বিচারের ভার এই অঞ্চলের জনসাধারণকেই দিলাম।
শুধু এখানেই শেষ নয়,আমার ভাই দিদারুল আলমও নাকি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত!
আচ্ছা একটি পরিবেশিত সংবাদে একটি শব্দও কি সঠিক হয়না?
এই অপপ্রচার এবং মিথ্যা প্রোপাগাণ্ডার বিরুদ্ধে আপনাদের স্পষ্ট অবস্থানটিই হবে আমার আগামীর পথচলা।
তিনি আরো বলেন, আমরা নিরীহ মানুষ হক হালালের ভেতর জীবিকা নির্বাহ করি, আমাদের মত মানুষদের সাথে এসব করলে অবশ্যই মহান আল্লাহ নারাজ হবেন।
সর্বশেষ আমি সাতকানিয়ার সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাধারণ জনগনকে বলব আপনারাই আমার বিচারক আপনারাই বিষয়টা দেখবেন।
সেই সাথে প্রমাণহীন পরিবেশিত সংবাদে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।