চট্টগ্রাম সংবাদে খবর প্রকাশ : আসামীর  বিরুদ্ধে চাকুরিবিধিমতো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ

সৈয়দ আককাস উদদীন সাতকানিয়া থেকে-

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ কর্মী শহিদুল ইসলাম ৭ই সেপ্টেম্বর নিজ হাতে কিরিচ দিয়ে এক রিক্সা চালককে দিনের আলোতে প্রকাশ্যে হত্যা করলে সমগ্র বাংলাদেশের গণমাধ্যমে  তোলপাড় সৃষ্টি হয়।

তারই জের ধরে দৈনিক সকালের সময় ও চট্টগ্রাম সংবাদ এর  প্রিন্ট ও অনলাইন ভার্সনে গত ৮ই সেপ্টেম্বর
সাতকানিয়া পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তার কিরিচের কোপে নিহত এক দিনমজুর‘শিরোনামে সংবাদ প্রকাশ করা হলে বিষয়টি সাতকানিয়া পল্লী সঞ্চয় ব্যাংক কর্তৃপক্ষের দৃষ্টি গোচর হয়।

মঙ্গলবার  সাতকানিয়া পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক জেসমিন আক্তার সাক্ষরিত পসব্য/চট্ট/সাত/প্রশা/২০২৫-২০২৬/২৫ স্মারকমূলে কেন্দ্রীয় পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর বরাবর একটি চিঠি লিখেন।

প্রেরিত চিঠিত সাতকানিয়া এরিয়ার পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠকর্মী শহিদুল ইসলাম (এস ২১৩৬)এর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে মর্মে উল্লেখ করা হয়,এবং পাশাপাশি উক্ত চিঠিতে সংঘটিত হত্যাকান্ডে যে শহিদুল ইসলাম সরাসরি জড়িত এবং মামলার সকল ধারা উল্লেখ করে প্রেরিত চিঠিতে  কাগজপত্রাদিও সংযুক্ত করা হয়।

এদিকে  পল্লী সঞ্চয় ব্যাংকের সাতকানিয়া এরিয়ার ব্যবস্থাপক জেসমিন আক্তার জানান,আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার বিষয়টি অবগত হওয়ার সাথে সাথে আমাদেরকে বিষয়টি কেন্দ্রীয় পর্যায়ে চিঠি লিখার জন্য নির্দেশ প্রদান করেন।
আমরা প্রথমে উর্ধতন পর্যায়ে মৌখিক ভাবে জানিয়েছিলাম পরে মামলার ডকুমেন্টস নিয়ে লিখিত ভাবে জানিয়েছি।

তিনি আরো বলেন, চাকুরি বিধি মোতাবেক কর্তৃপক্ষ   অবশ্যই ব্যবস্থা নিবেন।

এদিকে চট্টগ্রাম জেলা পল্লী সঞ্চয় ব্যাংকের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা সাগর সেন বলেন, বিষয়টি আমরা উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি এখন বিধি মোতাবেক অবশ্যই ব্যবস্থা নিবেন কেন্দ্রীয়  পল্লী সঞ্চয় ব্যাংক কর্তৃপক্ষ।

এদিকে আজ বুধবার সকালে নিহতের পরিবার শহিদুল ইসলামকে  চাকুরীচ্যুতি করার দাবীতে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসানের সাথে দেখা করেন বলে নিশ্চিত করেছেন হত্যা  মামলার বাদী নেজাম উদদীন।

মন্তব্য করুন

Your email address will not be published.