মীরসরাইয়ে পূজা মন্ডপসমূহে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন পুলিশ সুপার

 

বাচ্ছু পাটোয়ারী, মিরসরাই প্রতিনিধিঃ

 

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মো: সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার মীরসরাই উপজেলার শ্রী শ্রী জগদীশ্বরী কালী মন্দির, জাফরাবাদ সার্বজনীন মাতৃ মন্দির ও মসজিদিয়া পূজা উদযাপন পরিষদ আয়োজিত পূজা মন্ডপসমূহে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন।

পুলিশ সুপার মন্ডপসমূহে উপস্থিত থেকে নিরাপত্তা কার্যক্রম তদারকি করেন এবং সুশৃঙ্খলভাবে পূজা উদযাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন।

তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। পূজার সময় যাতে সর্বস্তরের মানুষ শান্তিপূর্ণভাবে উৎসব উপভোগ করতে পারেন সে লক্ষ্যে জেলা পুলিশ সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।”

মন্তব্য করুন

Your email address will not be published.