পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামে পটিয়া উপজেলা যুবলীগের আহবায়ক হাসান উল্লাহ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে চট্টগ্রাম মহানগরের সুগন্ধা আবাসিক এলাকার একটি বাসা থেকে পাঁচলাইশ থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে।
জানা যায়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন পরবর্তী সময়ে পটিয়া উপজেলা যুবলীগের আহবায়ক হাসান উল্লাহ চৌধুরী অন্যান্য নেতাদের মত আত্মগোপনে ছিলেন। অবশেষে শুক্রবার রাতে পাঁচলাইশ থানা পুলিশ নগরীর সুগন্ধা থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তী দায়েরকৃত কয়েকটি রাজনৈতিক মামলা রয়েছে বলে জানা যায়। তার এই গ্রেফতারে আওয়ামী লীগ ও অঙ্গ সংঘটনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোলাইমান বিষয়টি নিশ্চিত করেন।