লোহাগাড়ায় নাথপাড়া ভক্তিসংহতি সংঘের উদ্যোগে অভিভাবক সমাবেশ পুরস্কার বিতরণী

 

 

লোহাগাড়া ( চট্টগ্রাম ) প্রতিনিধি :

চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলার উত্তর কলাউজান নাথপাড়া ভক্তিসংহতি সংঘের উদ্যোগে শ্রীশ্রী লক্ষ্মী পূজা উপলক্ষে দেবীকুসুম গীতাবিদ্যাপীঠ ও রাধাকৃষ্ণ মন্দিরে শ্রীশ্রী ধর্ম্মসম্মেলন ,অভিভাবক সমাবেশ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার ( ৬ অক্টোবর ) সন্ধ্যায় উত্তর কলাউজান নাথ পাড়ায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক শ্রী চন্দন কান্তি নাথ।

 

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ধর্ম মানুষকে সৎপথে চলতে শেখায়। সমাজে নৈতিকতা, মানবতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখাই প্রকৃত ধর্মচর্চা।

 

তিনি আরো বলেন , আজকের প্রজন্মকে ধর্মীয় শিক্ষা ও নৈতিক চেতনায় আলোকিত করতে হবে। ধর্মকে শুধুমাত্র আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে জীবনের প্রতিটি কাজে তা বাস্তবায়ন করতে পারলেই সমাজে সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা সম্ভব।

 

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাবু আশুতোষ দেব নাথ , কাঞ্চন দেব নাথ, অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বাবু সুকান্ত দেব নাথ প্রমুখ।

 

 

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পুরস্কার, সনদ ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা। পুরস্কার গ্রহণ করে শিক্ষার্থীরা আনন্দে উচ্ছ্বসিত হয়। আয়োজক ভক্তিসংহতি সংঘের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনগুলোতেও এমন শিক্ষামূলক ও নৈতিক উন্নয়নমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Your email address will not be published.