পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক মিলনমেলা

কোন ব্যক্তি নয় প্রতীক ধানের শীষকেই বিজয়ী করা হবে বলে জানান-হাজী রফিকুল আলম

 

সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া

সাতকানিয়া পৌরসভা ৮নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মধ্যম রূপকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (দারোগা স্কুল) মাঠ প্রাঙ্গনে ঐতিহাসিক মিলনমেলা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১০ই সেপ্টেম্বর)পৌরসভার এই ঐতিহাসিক মিলনমেলা অনুষ্ঠিত হয়।

উক্ত মিলনমেলায় উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা ও সাবেক ছাত্রনেতা জেলা বিএনপির সম্মানীয় সদস্য অধ্যাপক শেখ মুহাম্মদ মহিউদ্দিন এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো: জামাল হোসেন,এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাবেক ছাত্রনেতা আলহাজ্ব মুজিবুর রহমান চেয়ারম্যান। এবং

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির প্রভাবশালী সদস্য বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি পৌর বিএনপির সাবেক আহবায়ক – হাজি রফিকুল আলম,ও সাতকানিয়া পৌরসভা বিএনপির যুগ্ন আহবায়ক গোলাম চৌধুরী বাবুল।

উক্ত মিলনমেলাটি সঞ্চালনা করেন ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক মো:আনোয়ার হোসেন চৌধুরী ও ৮নং ওয়ার্ড বিএনপিনেতা মো: কায়ুম। এসময় আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দরা।

 

মন্তব্য করুন

Your email address will not be published.