কক্সবাজারে সদরের ঈদগাঁওতে চোরাই গরুসহ চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ মে) সদরের ঈদগাঁও জালালাবাদে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার তিনজন হলেন— জালালাবাদ সওদাগর পাড়ার রমজান আলীর পুত্র আব্দুর রহিম (২৫), ছাতি পাড়ার মাহবুব আলমের পুত্র শাহিন (২৪) ও ঈদগাঁও জাগির পাড়ার ফিরোজ আহমদের পুত্র রুহুল আমিন (২৪)। এছাড়া পলাতক রয়েছে বঙ্কিম বাজারের মোস্তাক আহমদ মিস্ত্রীর পুত্র মো. জিহাদ ওরফে কালু (২২)।
বিষয়টি সিএইচটি পোস্টকে জানিয়েছেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম।
এ ঘটনায় জালালাবাদ মাছুয়া পাড়ার মৃত অশ্বিনী দাসের পুত্র মন্টু দাস বাদি হয়ে ঈদগাঁও থানায় মামলা দায়ের করেছেন। মামলার বাদি ও গরুর মালিক মন্টু দাস জানান, উদ্ধারকৃত গরুটির আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা হবে। বকনা বাছুর গরুটি উদ্ধার করা হয়েছে রামু থানা এলাকা থেকে।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম জানান, শুক্রবার রাতে চোরাই গরুসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সিন্ডিকেটের পলাতক সদস্যকে আইনের আওতায় আনা হবে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।