ঈদগাঁওয়ে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তারের ছড়াছড়ি : দেখার কেউ নেই

ঈদগাঁও প্রতিনিধি 

কক্সবাজার সদরের ঈদগাঁও বাজারে যত্রতত্র স্থানে চেয়ে গেছে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার। যার কারণে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিদূর্ঘটনার আশংকা প্রকাশ করেন বাজারবাসী।

দেখা যায়, ঈদগাঁও বাজারের যত্রতত্র স্থানের মধ্যে পশ্চিম গলির বেদার মার্কেটের প্রবেশ পথ আর ডিসি সড়কের নানা স্থানে বৈদ্যুতিক তারের ছড়াছড়ি বললেই চলে। পল্লী বিদ্যুৎ ঈদগাঁও অফিসের আওতাধীন বাজার এলাকায় নতুন বৈদ্যুতিক তার টাঙ্গানোর দাবী ।

এদিকে সামান্য ঝড়-বৃষ্টি আর বাতাস হলেই ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার গুলো ছিড়ে দুর্ঘটনা আশংকা প্রকাশ করেন বাজারে আগত লোকজন। এমনকি এসব ঝুঁকিপূর্ণ তার এলোমেলো ভাবে জগাখিচুড়ির মত। বৈদ্যুতিক তারের জঞ্জাল যেন কাটছেনা বাজারবাসীর। ঈদগাঁও পল্লী বিদ্যুৎ অফিসের জরুরী হস্তক্ষেপ কামনা করেন সর্বশ্রেণি পেশার মানুষ।

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি, ঈদগাঁও জোনাল অফিসের ডিজিএম রুপম এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি।

মন্তব্য করুন

Your email address will not be published.