রাঙামাটি প্রতিনিধি
বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো.নুরুল ইসলাম এ আদেশ দেন। আদালত আসামি মো. ছিদ্দিক মিয়া পোদ্দারকে ২৭ বছর ও মংখ্যইনু মারমা সাত বছর কারাদণ্ড দেন। আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালে নানিয়ারচরে দেশিয় তৈরি একনলা বন্দুক ও কার্তুজ রাখায় ছিদ্দিক পোদ্দার ও চাইনিজ রাইফেলের গুলি রাখার অপরাধে মংখ্যইনু মারমাকে আটক করে মামলা দায়ের করা হয়। বিভিন্ন যুক্তি তর্ক শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. নূরুল ইসলাম দুই আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়।
রাঙ্গামাটি আদালতের পাবলিক প্রসিকিউটর(পিপি) এডভোকেট রফিকুল ইসলাম বলেন, দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে। এই রায়ের ফলে পাহাড়ে অবৈধ অস্ত্রধারীরা স্বাভাবিক জীবনে ফিরে আসবে বলে মনে করেন তিনি।