বাঁশখালী পৌরসভায় ১২০ কোটি টাকার বাজেট ঘোষণা

বাশখালী  প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায় ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) সকালে পৌরসভা কার্যালয় হলরুমে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে বাজেট পেশ করেন বাঁশখালী পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা সেলিমুল হক চৌধুরী। বাঁশখালী পৌরসভার রাজস্ব বাজেট পারম্ভিক স্থিতি, উন্নয়ন বাজেটসহ সবমিলিয়ে আগামী অর্থ বছরের জন্য সর্বমোট ১২০ কোটি ৬৫ লক্ষ ১২ হাজার ৫ শত ২২ টাকার বাজেট ঘোষণা করা হয় প্রথম শ্রেণীর এই পৌরসভায়।

বাঁশখালী পৌরসভার মেয়র শেখ সেলিমুল হক চৌধুরীর সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, বাঁশখালী পৌরসভা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক নীলকন্ঠ দাশ, প্যানেল মেয়র দেলোয়ার হোসাইন, বাঁশখালী থানার এসআই মাসুদুল হক, পৌর সচিব আবু সুফিয়ান ভূঁইয়া, কাউন্সিলর দিলীপ চক্রবর্তী, তপন বড়ুয়া, মহিলা কাউন্সিলর রোজিয়া সুলতানা রোজি, নারগিস আক্তার, জামশেদ আলম, বাবলা কুমার দাশ, নজরুল কবির সিকদার, পৌরসভার উচ্চমান সহকারী মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনয় আরো উপস্থিত ছিলেন,আতাউল করিম, ঠিকাদার আশরাফ আলী,ছাত্রলীগ নেতা মারুফ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী বলেন, ‘সকল প্রকার প্রতিবন্ধকতা মোকাবিলা করে বাঁশখালী পৌরসভাকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে আমরা আগামী অর্থ বছরের জন্য ১২০ কোটি টাকার বাজেট ঘোষণা করতে পেরে আনন্দিত। রাজনৈতিক জীবনে যত অত্যাচার নির্যাতন সহ্য করেছি, সব ভুলে গেছি নৌকা প্রতীক নির্বাচিত মেয়র হয়ে। এই প্রতীকে নির্বাচনের সুযোগ পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি চির কৃতজ্ঞ। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ও আমি আশাবাদী। পৌরসভার বাকী সমস্ত কাজ করার সুযোগ দিবেন মাননীয় প্রধানমন্ত্রী। সকল সীমাবদ্ধতাকে অতিক্রম করে আমরা যাতে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারি, এই বাজেট বাস্তবায়ন করতে পারি তার জন্য আমরা পৌরবাসীসহ সকলের সহযোগিতা চাই।’

মন্তব্য করুন

Your email address will not be published.