এফডিসির শাখা হচ্ছে চট্টগ্রামের পাহাড়তলীতে

সিনেমা তৈরির জন্য চট্টগ্রামে হচ্ছে এফডিসির শাখা। চট্টগ্রামের পাহাড়তলীতে বাংলাদেশের টেলিভিশনের নিজস্ব এক একর জায়গা এফডিসির কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেন এবং এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন এ বিষয়ক দলিলে স্বাক্ষর করেন।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) চট্টগ্রাম শাখা স্থাপনের জন্য নিজস্ব ১০ একর জায়গা থেকে ১ একর ব্যবহারিক ভিত্তিতে তাদের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ। হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ।

 

চট্টগ্রামে এফডিসিকে জায়গা দেওয়ার জন্য বিটিভিকে ধন্যবাদ জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী চট্টগ্রামে এফডিসির একটি স্থাপনা সমগ্র দক্ষিণাঞ্চলের মানুষের জন্য আনন্দ ও উৎসাহের। চলচ্চিত্রের শুটিং স্পট এবং অন্যান্য স্থাপনা নির্মাণে পরিবেশ ও প্রকৃতি রক্ষা এবং নান্দনিকতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন মন্ত্রী। আর এই জমি হস্তান্তরের উদ্দেশ্য সফল করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

মন্তব্য করুন

Your email address will not be published.