ঈদগাঁওতে দীর্ঘবছরেও নির্মিত হয়নি পাবলিক টয়লেট

ঈদগাঁও কক্সবাজারের ঈদগাঁও বাজারে দীর্ঘবছরেও নির্মিত হয়নি পাবলিক টয়লেট। যাতে করে, জনদুর্ভোগে পড়েছেন বাজারবাসী। প্রত্যান্ত গ্রামগঞ্জ থেকে ছুটে আসা জনসাধারনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। জানা যায়, দক্ষিন চট্রলার বৃহৎ এ বাজারে সপ্তাহে দুইদিন হাট বসে। দুইদিনই সাধারণত বাজারে লোকজনের সংখ্যা বৃদ্ধি পায়। ঈদগাঁও ইউনিয়ন পরিষদ, জালালাবাদ ইউনিয়ন পরিষদ,কাজী অফিস, ভূমি অফিস,ব্যাংক,বীমা, বৃহত্তর এলাকাসহ দূরবর্তী পুরুষ মহিলাদের আনাগোনা বেশি থাকে। বিশেষ করে, মহিলা পথচারীদের ভোগান্তিতে পড়তে হয় বেশিভাগ। ঈদগাঁও বাজারের বাঁশঘাটা,ষ্টেশন,বঙ্গিম বাজার,তেলিপাড়া,মাছ বাজার,তরকারী বাজার,কাচাঁ বাজারসহ কোথাও নেই পাবলিক টয় লেট। ফলে নানা দুর্ভোগে শিকার হচ্ছে পথচারীরা। এমনকি ঈদগাঁও পাবলিক লাইব্রেরী সংলগ্ন স্থানে কয়েকটি টয়লেট রয়েছে সেটিও বন্ধ থাকে প্রায়শ। বাজারে আসা পথচারী শামসু,কাসেমসহ কজন ব্যাক্তির সাথে কথা হলে তারা জানান, দক্ষিন চট্রলার বৃহৎ একটি বাজারে গনশৌচাগার না থাকা অত্যান্ত দু:খজনক। জরুরী প্রয়োজনে বাজারে আসা মহিলাদেরকে পড়তে হয় বিপাকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব দর্শকের ভূমিকায়। দেখার যেন কেউ নেই। ব্যবসায়ীরা জানান, এতবড় ব্যস্ততম বাজারে অন্তত পক্ষে একটি হলেও টয়লেট নির্মাণ করে জনগনের দুর্ভোগ থেকে মুক্তির সহয়তা করার জন্য বাজার কমিটির কাছে সু-নজর একাস্ত দাবী। এক সেচ্ছাসেবী সংগঠক জানান, দূরদূরান্ত থেকে আগত ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে দ্রুত সময়ে পাবলিক টয়লেট নির্মাণের দাবী।

মন্তব্য করুন

Your email address will not be published.