প্রতিবন্ধীদের অবহেলা না করে তাদের পাশে দাঁড়াতে হবে : ড.আবু রেজা নদভী এমপি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম – ১৫ আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী বলেন, প্রতিবন্ধীদের অবহেলা না করে তাদের পাশে দাঁড়াতে হবে। দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষার সমান সুযোগ দিতে সমাজসেবা অধিদফতরের মাধ্যমে সারাদেশে সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। মঙ্গলবার ( ২১ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়ন শাহপীর পাইল্ট উচ্চ বিদ্যালয়ের সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম সম্প্রারিত ভবন উদ্ধোধনে প্রধান অতিথির বক্তব্য তিঁনি এসব কথা বলেন, তিঁনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীরা যেন সমাজে সম্মানের সাথে বেঁচে থাকতে পারেন সে ব্যবস্থা করে যাচ্ছেন। চট্টগ্রাম সমাজসেবা উপ-পরিচালক শহিদুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা, আহসান হাবীব জিতু, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী ,লোহাগড়া ইউনিয়ন চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী,সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু,আওয়ামীলীগ নেতা গনি সম্রাট,নুরুল আলম জিকু,পদুয়া ইউনিয়ন চেয়ারম্যান জহির উদ্দিন,চরম্বা ইউনিয়ন চেয়ারম্যান মাস্টার শফিকুর রহমান,কলাউজান ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ,আধুনগর ইউনিয়ন চেয়ারম্যান নাজিম উদ্দিন, বড়হাতিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ জুনায়েদ,আমিরাবাদ ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ ইউনুচ,চুনতি ইউনিয়ন চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু, উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য সমাজকর্মী মুুহাম্মদ আরমান বাবু রোমেল,লোহাগাড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফজলে এলাহি আরজু, লোহাগাড়া উপজেলা সামাজ সেবা অফিসার দেলোয়ার হোসনে, পটিয়া উপজেলা সমাজ সেবা অফিসার রাইহানা আক্তার প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.