চীনে অফিস পার্টিতে মদ্যপানের ‘বিষাক্ত’ সংস্কৃতি নিয়ে বাড়ছে জনরোষ

চীনে কাজের পর অফিস পার্টির প্রচলন বহুদিনের। এসব পাটিতে কর্মকর্তা-কর্মচারীদের মদ্যপানের একরকম অলিখিত বাধ্যবাধকতা রয়েছে।

কিন্তু কাজের জায়গায় বহুদিন ধরে চলা এই সংস্কৃতি এখন চীনা জনগণের কাঠগড়ায়।

চীনের সবচেয়ে বড় প্রযুক্তি কোম্পানি আলিবাবার এক অফিস পার্টিতে এক নারী কর্মচারীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর থেকে কর্পোরেট জগতে ক্ষমতাধরদের আচরণ নিয়ে বিস্তার কাটাছেঁড়া শুরু হয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ চীনা নাগরিক মদ্যপানের জন্য অফিস কর্মীদের ওপর জবরদস্তি করার এই ‘বিষাক্ত সংস্কৃতির’ অবসান দাবি করছেন।

চীনে কাজের পর ঘন ঘন অফিস পার্টির সংস্কৃতি বহুদিনের। কর্মীরা একজোট হয়ে মদ্যপান, হৈ-হল্লা করেন। এসব পার্টিতে অংশ নেওয়ার অলিখিত বাধ্যবাধকতাও রয়েছে।

যেমন, মিং শিকে প্রতি দু-সপ্তাহে কমপক্ষে একদিন কাজের পর সহকর্মীদের সাথে মদ্যপান করতে যেতে হয়।

মিং শি এই নারীর ছদ্ম নাম – কারণ তিনি তার পরিচয় গোপন রাখতে চান।

এসব অফিস পার্টি তার একবারেই পছন্দ নয়। কারণ, এ পার্টিগুলো এমন নয় যে কাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তার ধারে কোনো পানশালায় সহকর্মীদের সাথে বসে দু-এক গ্লাস বিয়ার পান করে বাসায় ফেরা যায়।

মন্তব্য করুন

Your email address will not be published.