পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে প্রস্তুতি সভায় লোহাগাড়া উপজেলা প্রশাসন

লোহাগাড়া প্রতিনিধিঃ

 

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সকল পুজা মন্ডপ নেতৃবৃন্দের সাথে প্রস্তুতি সভা করেছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসন।

বুধবার (৬অক্টোবর) সকালে উপজেলা পাবলিক হলে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আহসান হাবীব জিতু`র সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী, লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ ওবায়দুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ নুরুল ইসলাম সহ আরো অনেকেই।

এছাড়াও উপজেলা পূজা উদযাপন পরিষদের নব নির্বাচিত সভাপতি প্রসেনজিৎ পাল, সাধারণ সম্পাদক মাস্টার নরেন দাশ, সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র নাথ, সাবেক সভাপতি সুজিত পাল সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আহসান হাবীব জিতু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সকল ধর্মের কল্যাণে কাজ করে যাচ্ছেন। দল যার যার উৎসব সবার। লোহাগাড়া একটি সম্প্রতির উপজেলা হিসেবে পরিচিত। সকলের আন্তরিক প্রচেষ্টায় উপজেলায় যেন শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গোৎসব পালন করা হয়।

তিনি আরও বলেন পূজা মন্ডপে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটলে আমরা কঠোরভাবে আইনানুগ ব্যবস্হা নিবো। পূজা মন্ডপে অনেক নারীদের সাথে ইভটিজিং করা হয়। সেই জন্য নিরাপত্তা কর্মীদের সতর্ক থাকতে হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.