চীন-তাইওয়ান: চরম উত্তেজনার মাঝে দুর্ঘটনাক্রমে লড়াই বেঁধে যেতে পারে বলে হুঁশিয়ার করছেন তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী

চীনের সাথে তাইওয়ানের সম্পর্কের উত্তেজনা গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি উল্লেখ করে তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে দিয়েছেন যে দু’পক্ষের মধ্যে দুর্ঘটনাক্রমে সংঘাত বেঁধে যেতে পারে।

প্রতিরক্ষামন্ত্রী চিউ কুয়ো-চেং এসব মন্তব্য করলেন যখন পর পর চার দিন ধরে চীনা সামরিক বিমান ‘রেকর্ড সংখ্যায়’ তাইওয়ানের বিমান প্রতিরক্ষা অঞ্চলের মধ্যে ঢুকে পড়েছে।

তাইওয়ান নিজেকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিবেচনা করে। কিন্তু চীন মনে করে এই দ্বীপ রাষ্ট্রটি তাদের একটি দলছুট প্রদেশ।

দুটি ভূখণ্ডের পুনরেকত্রিকরণের জন্য চীন বল প্রয়োগের সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছে না।

তবে চীনা জঙ্গী বিমানগুলো তাইওয়ানের মূল ভূখণ্ডের আকাশ সীমা অতিক্রম না করলেও মি. চিউ হুঁশিয়ার করেন যে এই ঘটনাকে কেন্দ্র করে ‘ভুলক্রমে’ গোলাগুলি শুরু হওয়ার একটি ঝুঁকি থেকে যাচ্ছে।চীন তাইওয়ানের আকাশসীমায় একের পর এক জঙ্গি বিমান পাঠিয়ে তার সামরিক শক্তি প্রদর্শন করছে।

মন্তব্য করুন

Your email address will not be published.