ঈদগাঁওতে কাঁচা সবজির চড়া দাম: বিপাকে সাধারন মানুষ

ঈদগাঁও প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগাঁও বাজারের কাঁচা টাটকা সবজি চড়া দামে বিক্রি হচ্ছে। এতে বিপাকে পড়েন নিন্মও মধ্য আয়ের লোকজন। দাম বৃদ্বির ফলে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। জানা যায়, ঈদগাঁওতে লাগামহীন হয়ে পড়ছে নিত্য প্রয়োজনীয় সবজির বাজার। যার কারনে সবজি এখন সাধারণ মানুষের মরণ ফাঁদে পরিনত হয়েছে। বর্তমান সময়ে অর্ধশত টাকার নিচে সবজি মেলানো কঠিন হয়ে পড়ছে।

৯ অক্টোবর সকালে ঈদগাঁওর তরকারী বাজার ঘুরে দেখা যায়, কাঁচা টাটকা সবজির দ্বিগুন দাম। তৎমধ্য বেন্ডী কেজি ৫০,মুলা ৫০,বেগুন ৫০,তিতকরলা ৬০, বরবটি ৪০, ফল ৪০,ঝিঙ্গা ৩০,কচুরছড়া ৩০ ,সীম ১২০,ফুলকপি ১২০,কাঁচা মরিচ ১৩০, গাজর ১৬০, টমেটো ১৬০ আর পেয়াঁজ ৫৫-৬০ টাকায় বিক্রি করছে বিক্রেতারা। শীতকালীন সবজি খেতে চাইলেও পারছেনা দামের ব্যবধানে। বাজার মনিটরিংয়ের দাবী ক্রেতাদের। সাধারন মানুষদের সবজি ক্রয়, ক্ষমতার বাইরে বললে চলে।

ক্রেতা শামসুল আলম, কালু ও আলম জানান, দিন দিন সবজির দাম বাড়লে আমরা সাধারন মানুষ (নিন্ম বিত্তদের) উপায় কি। এমন প্রশ্নে ঘোরপাক খাচ্ছে অনেকের মাঝে। পছন্দের সবজি কেনার ইচ্ছা থাকলেও দামের কারনে কিনতে হিমশিম খাচ্ছি।

তরকারী ব্যবসায়ী কাউছার জানান, এক সপ্তাহ ধরে বেড়েছে কাঁচা সবজির দাম। বাড়তি দামে কিনতে হচ্ছে আমাদের কেউ। সে হিসেবে বিক্রি করছি। তরকারীর দাম কমবে কিনা জানতে চাইলে তিনি তার প্রতিউত্তর দিতে পারেননি।

মন্তব্য করুন

Your email address will not be published.