চাঁদা না পাওয়ায় ভবন নির্মাণে বাধা, কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক

চট্টগ্রাম নগরীর খুলশী থানার লালখান বাজার এলাকায় কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাব। শনিবার ( ২৩ অক্টোবর) তাদের আটক করা হয়।আটককৃতরা হল,  মো. আরিফ হোসেন লোকমান, হৃদয়, শুকুর, আরিফ ও মো. মীর হোসেন। তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৪৪ হাজার ৫০০ টাকা এবং একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

রবিবার(২৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।

তিনি বলেন, ১৮ অক্টোবর এক ব্যক্তি লালখান বাজার এলাকায় একটি ভবন নির্মাণের কাজ শুরু করেন। ওই সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা তার কাছে চাঁদা দাবি করেন। তিন দিনের মধ্যে টাকা না দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেয় তারা। হুমকি মাথায় নিয়ে ওই ব্যক্তি কাজ শুরু করলে কিশোর গ্যাংয়ের সদস্যরা শ্রমিকদের মারধর করে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। চাঁদা দিলেই কাজ শুরু করা যাবে বলে হুমকি দিয়ে চলে যায় তারা। এ ঘটনায় ওই ব্যক্তি র‌্যাবের কাছে অভিযোগ করলে শনিবার গ্যাংয়ের পাঁচজনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, আসামিরা কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করার কথা স্বীকার করেছে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদের খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.