চবির ‘এ’ ইউনিটে পাসের হার ৪৬ শতাংশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’  ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস করেছেন ২০ হাজার ৬১৮ জন শিক্ষার্থী। শতকরা হিসেবে যা ৪৫ দশমিক ৯৯ শতাংশ। ফেল করেছেন ২৪ হাজার ২০৬ জন শিক্ষার্থী।

শুক্রবার (৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চবির ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির জয়েন কো-অর্ডিনেটর অধ্যাপক ড. রাশেদ মোস্তফা।

তিনি বলেন, প্রাথমিকভাবে ‘এ’ ইউনিটে পাসের হার ৪৬ শতাংশ। ফলাফল দুপুরে আমরা আইসিটি সেলে পাঠিয়ে দিব। আশা করছি সন্ধ্যার মধ্যে ওয়েবসাইট প্রকাশ করা হবে।

এর আগে গত ১ ও ২ নভেম্বর চার শিফটে ‘এ’ ইউনিটে ৬৮ হাজার ৯১ জন ভর্তিচ্ছুর মধ্যে অংশ নিয়েছেন ৪৪ হাজার ৮২৬ জন। যা মোট পরীক্ষার্থীর ৬৬ শতাংশ। অনুপস্থিত ছিলেন ২৩ হাজার ২৬৬ জন। এদিকে শুক্রবার উপ-ইউনিট ‘বি-১’ ও ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা মধ্যে দিয়ে শেষ হচ্ছে চবির এবারের ভর্তিযুদ্ধ।

প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটের বিপরীতে ৪ হাজার ৯২৬টি আসন রয়েছে। এ বছর আবেদন করেছেন ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ জন ভর্তিচ্ছু।

‘এ’ ইউনিটে আসন আছে ১ হাজার ২১৪ট, ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি, ‘সি’ ইউনিটে ৪৪২টি ও ‘ডি’ ইউনিটে ১ হাজার ১৫৭টি। এছাড়া দুইটি উপ ইউনিটের মধ্যে ‘বি১’ ইউনিটে আসন রয়েছে ১২৫টি ও ‘ডি১’ ইউনিটে ৩০টি আসন রয়েছে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.